Monday, October 30, 2017

পঞ্চভূত


পঞ্চভূতে জড়িয়ে গেছি আমি
আমার চারপাশে দেবতারা খেলা করে
দেবতারা গান গায় - উচ্চারিত হয়
মিলনের অগ্নিমন্ত্র তারপর দেবতারা ভেনিস

আমি পেছনে ছুটতে থাকি সারাদিন
ছুটতে ছুটতে ধূপা এসে পথ আটকে দাঁড়ায়

আমি ভয়ে জড়োসড়ো
পাশে সাক্ষাৎ জননী প্রকট হন
আমি ক্রমশ হারাতে থাকি

অবশেষে উষ্ণ ছাই এসে মাথায় পড়ে
আমি পুনরায় জেগে উঠি

©সুব্রত ঘোষ।

প্রবাসী নিষ্ঠুর


সমালোচক। কিসের সমালোচক -
কেন এতো স্পর্ধা
অজ্ঞতায় ভরপুর ঐ নিন্দুকের
এতো স্পর্ধা। এতো -
তবে শুনো তুমি নিষ্ঠুর ভগবান:
হাজার একটা নরবলির পর
 লক্ষ কোটি নারী'র সম্ভ্রম নষ্টের পরও
 এতো স্পর্ধা -

শব্দকোষের গলা টিপে প্রচারে'র নেশায়
কে তুমি নিষ্ঠুর ছুটছো নর্দমা'র চারপাশে -
কে তুমি নিষ্ঠুর বর্বর পথ আটকে দাঁড়াও
             রাজ্যের ন্যায় নিষ্ঠ তরুণের -
মনেরেখ:
 ত্রিপুরার কলমে এখনো রক্তের দাগ লাগেনি
এখনো নেশাখোর নয় আমাদের নিঃশ্বাস

যদি সৎ হও যদি রক্তে মনুষ্যত্ব থাকে
তবে কবিতায় গল্পে এসো নিষ্ঠুর -
দেখি কতোটুকু শব্দ আছে ছন্দ আছে
ঐ নিষ্ঠুর বেওয়ারিশ  হাতে

©সুব্রত ঘোষ।

প্রলাপী


থালায় রাখা রাশি রাশি মিষ্টি আহার
সভা শেষ হলে উড়ে যাবে রাজদূত
পেছনে ছুটে যাবে রাজ্যের জমিদার
ঋণ দেবার দায় নেবে রাজ্যের দূত

পাশের ঘরে নৃত্য চলে উন্মাদ ঢঙে
রমণীরা আসে রমণীরা চলে যায়
পাশের ঘরে ঝড় উঠে সাম্যের রঙে
উন্মুক্ত ক্ষোভের চুড়া লুণ্ঠিত ধূলায়

ঘর উঠে বন্যায় থালায় নামে বিষ
পালাতে গিয়ে দেখো সব নাস্তানাবুদ
দায় যতো সবই রাজার ঘাড়ে দিস
সুবিধাবাদী মুখে জমছে দেখো ক্রোধ

যাচ্ছি দেখো খর্গ হাতে নিঃস্ব হবে সব
এসো দেখি সেনাপতি করি উৎসব

©সুব্রত ঘোষ।

স্তব্ধতা


পাহাড় ভাঙতে গিয়ে নেমে এলো অভিযান

পাশে সমস্ত নিরস পাটের খেত

অসহায় কংক্রিট তাকিয়ে আছে রাস্তায়
রাস্তায় বাবুদের ভিড়

নিরস্র শিশুদের মাথায় তাক করা এ-কে- ৪৭

এভাবে উঠে আসে আমাদের বিনাশ

©সুব্রত ঘোষ।

জাতিগত



আমি জাত তুলে রাখি ষাড়ের মাথায়
আঁশবটিতে কুচি করে রাখি বর্ণের ভেদাভেদ
আমি ছুড়ে ফেলি সমস্ত সাম্প্রদায়িক রঙ
এ কলম আজও আপোষ শেখে'নি

আগুন মেখে স্নান সেরে আসি -
শব্দের মুখে সাইক্লোন আসে অনায়াসে
সাইক্লোনে উড়ে যায় পাপীদের শরীর
সেইসব শরীরে লেগে আছে বিভেদের আচ

যদি চাঁদ বেঁচে থাকে চাঁদের মতো
যদি মানুষ বেঁচে থাকে ঠিক মানুষের মতো
তবে কলমেই চিনিয়ে যাবো আমাদের জাত

#©সুব্রত ঘোষ।

বিনাশকারী



সীমান্তে পোড়া কাটাতারের জাল চিরে
ভেসে আসছে নদী

নদীতে এলোমেলো কচুরিপানার ভিড়
শৈবালাবৃত নিঃসঙ্গ পাথরে জড়িয়ে আছে কচুরিপানা

ওরা ক্রমশ তুলে আনে শহরের
বঞ্চিত নারীদের আত্নকথা

বিষাক্ত ফেনামাখা অর্কিডের মতো কিছু লোক
সময় নিচ্ছে ধীরে ধীরে

ষড়যন্ত্র উঠছে রাজপথ ভেদ করে ফ্লেটে দালানে
এবার এর ধ্বংস নিশ্চিত 

ন'তুবা আসন্ন প্রজন্ম বেওয়ারিশ হবে

©সুব্রত ঘোষ।

জীবাশ্ম

অবক্ষের পর অবশিষ্ট অংশ জুড়ে
ধ্বংসের আশ্বাস পড়ে

বাকিটা সমুদ্র কেন্দ্রিক জলাশয়ে -
ভাসমান হিমশৈলের মতো মনেহয়

প্রাচীন ছাপে এখনো আত্নীয়ের নিরেট স্পর্স অনুভব হয়
তবু এ অনাথের মাথায় এখন জল

সেই জলে মিশে আছে উড়ে যাওয়ার বিষ

©সুব্রত। 

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...