Monday, October 30, 2017

পঞ্চভূত


পঞ্চভূতে জড়িয়ে গেছি আমি
আমার চারপাশে দেবতারা খেলা করে
দেবতারা গান গায় - উচ্চারিত হয়
মিলনের অগ্নিমন্ত্র তারপর দেবতারা ভেনিস

আমি পেছনে ছুটতে থাকি সারাদিন
ছুটতে ছুটতে ধূপা এসে পথ আটকে দাঁড়ায়

আমি ভয়ে জড়োসড়ো
পাশে সাক্ষাৎ জননী প্রকট হন
আমি ক্রমশ হারাতে থাকি

অবশেষে উষ্ণ ছাই এসে মাথায় পড়ে
আমি পুনরায় জেগে উঠি

©সুব্রত ঘোষ।

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...