সীমান্তে পোড়া কাটাতারের জাল চিরে
ভেসে আসছে নদী
নদীতে এলোমেলো কচুরিপানার ভিড়
শৈবালাবৃত নিঃসঙ্গ পাথরে জড়িয়ে আছে কচুরিপানা
ওরা ক্রমশ তুলে আনে শহরের
বঞ্চিত নারীদের আত্নকথা
বিষাক্ত ফেনামাখা অর্কিডের মতো কিছু লোক
সময় নিচ্ছে ধীরে ধীরে
ষড়যন্ত্র উঠছে রাজপথ ভেদ করে ফ্লেটে দালানে
এবার এর ধ্বংস নিশ্চিত
ন'তুবা আসন্ন প্রজন্ম বেওয়ারিশ হবে
©সুব্রত ঘোষ।