Monday, October 30, 2017

বিনাশকারী



সীমান্তে পোড়া কাটাতারের জাল চিরে
ভেসে আসছে নদী

নদীতে এলোমেলো কচুরিপানার ভিড়
শৈবালাবৃত নিঃসঙ্গ পাথরে জড়িয়ে আছে কচুরিপানা

ওরা ক্রমশ তুলে আনে শহরের
বঞ্চিত নারীদের আত্নকথা

বিষাক্ত ফেনামাখা অর্কিডের মতো কিছু লোক
সময় নিচ্ছে ধীরে ধীরে

ষড়যন্ত্র উঠছে রাজপথ ভেদ করে ফ্লেটে দালানে
এবার এর ধ্বংস নিশ্চিত 

ন'তুবা আসন্ন প্রজন্ম বেওয়ারিশ হবে

©সুব্রত ঘোষ।

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...