Monday, October 30, 2017

জীবাশ্ম

অবক্ষের পর অবশিষ্ট অংশ জুড়ে
ধ্বংসের আশ্বাস পড়ে

বাকিটা সমুদ্র কেন্দ্রিক জলাশয়ে -
ভাসমান হিমশৈলের মতো মনেহয়

প্রাচীন ছাপে এখনো আত্নীয়ের নিরেট স্পর্স অনুভব হয়
তবু এ অনাথের মাথায় এখন জল

সেই জলে মিশে আছে উড়ে যাওয়ার বিষ

©সুব্রত। 

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...