আমি জাত তুলে রাখি ষাড়ের মাথায়
আঁশবটিতে কুচি করে রাখি বর্ণের ভেদাভেদ
আমি ছুড়ে ফেলি সমস্ত সাম্প্রদায়িক রঙ
এ কলম আজও আপোষ শেখে'নি
আগুন মেখে স্নান সেরে আসি -
শব্দের মুখে সাইক্লোন আসে অনায়াসে
সাইক্লোনে উড়ে যায় পাপীদের শরীর
সেইসব শরীরে লেগে আছে বিভেদের আচ
যদি চাঁদ বেঁচে থাকে চাঁদের মতো
যদি মানুষ বেঁচে থাকে ঠিক মানুষের মতো
তবে কলমেই চিনিয়ে যাবো আমাদের জাত
#©সুব্রত ঘোষ।