Monday, October 30, 2017

প্রবাসী নিষ্ঠুর


সমালোচক। কিসের সমালোচক -
কেন এতো স্পর্ধা
অজ্ঞতায় ভরপুর ঐ নিন্দুকের
এতো স্পর্ধা। এতো -
তবে শুনো তুমি নিষ্ঠুর ভগবান:
হাজার একটা নরবলির পর
 লক্ষ কোটি নারী'র সম্ভ্রম নষ্টের পরও
 এতো স্পর্ধা -

শব্দকোষের গলা টিপে প্রচারে'র নেশায়
কে তুমি নিষ্ঠুর ছুটছো নর্দমা'র চারপাশে -
কে তুমি নিষ্ঠুর বর্বর পথ আটকে দাঁড়াও
             রাজ্যের ন্যায় নিষ্ঠ তরুণের -
মনেরেখ:
 ত্রিপুরার কলমে এখনো রক্তের দাগ লাগেনি
এখনো নেশাখোর নয় আমাদের নিঃশ্বাস

যদি সৎ হও যদি রক্তে মনুষ্যত্ব থাকে
তবে কবিতায় গল্পে এসো নিষ্ঠুর -
দেখি কতোটুকু শব্দ আছে ছন্দ আছে
ঐ নিষ্ঠুর বেওয়ারিশ  হাতে

©সুব্রত ঘোষ।

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...