Monday, October 30, 2017

প্রলাপী


থালায় রাখা রাশি রাশি মিষ্টি আহার
সভা শেষ হলে উড়ে যাবে রাজদূত
পেছনে ছুটে যাবে রাজ্যের জমিদার
ঋণ দেবার দায় নেবে রাজ্যের দূত

পাশের ঘরে নৃত্য চলে উন্মাদ ঢঙে
রমণীরা আসে রমণীরা চলে যায়
পাশের ঘরে ঝড় উঠে সাম্যের রঙে
উন্মুক্ত ক্ষোভের চুড়া লুণ্ঠিত ধূলায়

ঘর উঠে বন্যায় থালায় নামে বিষ
পালাতে গিয়ে দেখো সব নাস্তানাবুদ
দায় যতো সবই রাজার ঘাড়ে দিস
সুবিধাবাদী মুখে জমছে দেখো ক্রোধ

যাচ্ছি দেখো খর্গ হাতে নিঃস্ব হবে সব
এসো দেখি সেনাপতি করি উৎসব

©সুব্রত ঘোষ।

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...