এখন ট্রেলার চলছে -
লোক আর লোক, নাম না জানা
কিছু রাক্ষসের হাতে সব,
এতো ঘনঘন যাদের দেখছেন সবাই, যাদের হাতে
বিশাল সব লাঠি সুটা ওরা সকলেই সাধু পুরুষ,
ঘরের লোক,
কিছু আগুন জ্বলবে, ঘর জ্বলবে,
দাঁড়িয়ে দেখুন সভ্য নাগরিক, একনিষ্ঠ কর্মী সকলে,
বেকার যুবকের কষ্টের কথা, এখন থাক,
শিক্ষক মরছে মরুক,
আগে গুটি সাজাও তুমি, কিছু রক্তপাত হয় হবে,
চুপ, চরৌভেতি চলছে,
গণতন্ত্রের চরৌভেতি,
ঘরে যাও সব, লুকিয়ে পড়ো কাপড়ের তলায় কিংবা গো-শালায়,
এভাবে লুটেপুটে নিয়ে যাক রাজ্যের সুখ সমৃদ্ধি।