Wednesday, November 1, 2017

নির্যাতন

www.facebook.com/Subratanew

পণ্যিক বিষ গড়িয়ে পড়ে ঠোঁটে
চোখে স্বপ্নেরা ডুব দেয় ভেসে যায়
দূরে সরে যায় শত শত প্রিয়ো বন্ধনী
স্তব্দ পাহাড়ের চূরা থেকে খসে পড়ে দূর্ঘটনা

পাতায় খবর আবারো নির্যাতন নারী
নিমেষই পলাতক। কবি কলমে ভেনিস -
চরিত্ররা এগোতে থাকে দানবের মতো

অতি আধুনিক'রা বসে দেখে মাথা ভাঙে।
হিসেব কষে। মৃত্যুরা মুখ টিপে গান করে -

অবোধ কলম যেন তফাৎ বোঝে'না -
 দূর্ঘটনা। নির্যাতন -
কলম এখনো প্রেমেতেই ডগমগ
নারী মৃত্যু অতি তাচ্ছিল্য কি'না

©সুব্রত ঘোষ। ""নারী নির্যাতনের বিরুদ্ধে সমস্ত কবিদের গর্জে উঠার আহ্বান করছি - ""

২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...