একে এক করে দিন কেটে যাচ্ছে...
নুন্যতম বসার অধিকার নেই যাদের, আমি তাদের মতো
বসে আছি।
নানান অছিলায় এগিয়ে যাচ্ছে রথ -
না, আমাদের কোনো রথ নেই,
সামান্য নুন ভাত জুটে না আমাদের,
নিতান্তই হরিণীর করুণ চোখের মতো বেঁঁচে আছেন ইশ্বর,
নাহলে এমন মন্দার কবল থেকে আমাদের বাঁচায়
এ সাধ্য কার -