Sunday, August 7, 2022

সমসাময়িক - ১

নির্বাক স্রোতার মতো প্রহর গোনে শাল ও কাঁঠালের শাখা প্রশাখা, ভয় নেই, বিপন্ন শিশুর মতো বসে আছে তারাদের শৈশব, কেবল অভিমান করে থাকে সব - 


ভীষণ আবেগে ভেসে যাচ্ছি আজকাল 

যা কিছু নীরব বিক্ষোভ অভিযোগ সেই সব হাতে নিয়ে বিদ্রোহ লিখে যাচ্ছি সারারাত 


এখন দুপুরের সময় নয়, কিংবা রাতও নয় 

প্রতিটি মুহূর্ত এসে লিখে দিয়ে যায় জীবনের নুতন অধ্যায়, আমরা কেবল ভাবি সুখ আর জল। 


২০২৪ সালের বন্যা

বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে  সব রকম চেষ্টা হয়েছে  না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়  কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে  আমাদের এ...