প্রেমের মাধুরি ঢেলে দিতে চাই,
সারাক্ষণ কেবল পাওয়া না-পাওয়ার অলিগলিতে হারিয়ে যাচ্ছি,
খেই নেই, পারাপার নেই
এক অনাবিল সুখে ডুবে যাচ্ছি আমি,
চারপাশে পছন্দের নারীরা হাটে, আমি তাদের গায়ে হাত বুলিয়ে দি,
তুমুল মতান্তর হয় আমাদের,
আমরা একে একে ছিঁড়ে খাই নিজেদের অস্তিত্ব ও দেহকোষ,
নানান অছিলায় এগিয়ে যেতে হয়,
সময় পাল্টাবে একদিন,
একদিন পুনরায় নুতন কবিতা লিখবো হয়তো,
সেই সব কথা ভেবে অবিরাম
রোমাঞ্চিত হই,
তবুও একদিন যুবতি মেয়ের ঠোঁটে আদরে আদরে
একদিন ঠিক উন্মাদ ষাড় হবো।