লোভ সামলাতে পারে না সবাই,
কিছু কিছু পাখি ভীষণ রকম লোভী হয়,
ওদের ঘর বাড়ি নেই,
আমি তাদের ভালো ভাবে চিনে রাখি -
যারা মিষ্টি চোখে ছুঁড়ি মারে,
মুখে কেবল পাখিদের গান গায়,
আমি তাদের খুব ভালো ভাবে চিনে রাখি।
সামান্য দেখেই জ্বলে যায় উদ্ভ্রান্ত শালিক,
স্বার্থের কুপে আজকাল - শূন্য হাঁড়িও ভরে উঠে,
সময়টা একেবারেই আলাদা জগৎ -
নাহলে, এভাবে মানুষ ও পাখিদের মধ্যে
এমন, বিভেদ গোছে যেতো নিমেষেই -