বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে
সব রকম চেষ্টা হয়েছে
না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায়
কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে
আমাদের এখন ঘুম নেই, খাওয়া নেই
কিছু মাস পরেই বর্ষাকাল
কি হবে জায়গা জমি অথবা নুন জলের ব্যবস্থা
সকলেই মুচকি হাসে -
কেননা তাদের বাড়ি ঢের দূরে
- যেখানে নদীর জল পৌঁছাতে পারেনি আজও -