বিমুখ করে বসে থাকো তুমি
আমি অপার প্রেমের মাধুরি ঢেলে দেবো
সারাক্ষণ।
কোনো অভিযোগ নেই,
চারিদিকে ছড়িয়ে আছে নিঝুম
আলোর মূর্চ্ছনা।
আমি কেবল তোমার পাশে শুয়ে থাকতে চাই -
বিমুখ করে বসে থাকো তুমি
আমি অপার প্রেমের মাধুরি ঢেলে দেবো
সারাক্ষণ।
কোনো অভিযোগ নেই,
চারিদিকে ছড়িয়ে আছে নিঝুম
আলোর মূর্চ্ছনা।
আমি কেবল তোমার পাশে শুয়ে থাকতে চাই -
একে এক করে দিন কেটে যাচ্ছে...
নুন্যতম বসার অধিকার নেই যাদের, আমি তাদের মতো
বসে আছি।
নানান অছিলায় এগিয়ে যাচ্ছে রথ -
না, আমাদের কোনো রথ নেই,
সামান্য নুন ভাত জুটে না আমাদের,
নিতান্তই হরিণীর করুণ চোখের মতো বেঁঁচে আছেন ইশ্বর,
নাহলে এমন মন্দার কবল থেকে আমাদের বাঁচায়
এ সাধ্য কার -
বন্যায় কিছুটা পাড় ভেঙে চলে গেছে সব রকম চেষ্টা হয়েছে না তেমন কিচ্ছু নয়, বলা হয়েছে একাধিক জায়গায় কোনো সারা শব্দ নেই - শীতকাল চলছে আমাদের এ...